টি ২০ সিরিজের শেষ ম্যাচের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন অনুষ্ঠানেই কোহলি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দণ্ড গ্রহণ করেন। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকার জন্য ওই দণ্ড ভারতের দলনায়ক কোহলির হাতে তুলে দেওয়া হয়।
দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দুটি টেস্টে হারলেও তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত। সিরিজে ভারত হারে ২-১। টেস্ট র্যাঙ্কিংয়েসেরা দলের স্বীকৃতি হিসেবে কোহলির হাতে ওই দণ্ড তুলে দেন সুনীল গাওস্কর ও গ্রেম পোলক।
২০১৬-র অক্টোবর থেকে আইসিসি-র ক্রমতালিকায় সেরা স্থানটি ধরে রেখেছে ভারত।
ভারত সবচেয়ে বেশিদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০০৯-এর নভেম্বর থেকে ২০১১-র আগস্ট পর্যন্ত।
আর যে সব অধিনায়ক এই দণ্ড গ্রহণ করেছেন তাঁরা হলেন, স্টিভ ওয়া, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, স্টিভ স্মিথ (সবাই অস্ট্রেলিয়ার), অ্যান্ড্রু ট্রস (ইংল্যান্ড), গ্রেম স্মিথ, হাসিম আমলা (দুজনেই দক্ষিণ আফ্রিকার) এবং মিসবা উল হক (পাকিস্তান)।
দণ্ড গ্রহণের পর কোহলি বলেছেন, গত কয়েক বছরে দল টেস্টে যে রকম পারফর্ম করছে, তাতে তাঁরা গর্বিত। সেই পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে র্যাঙ্কিংয়ে। কোহলি বলেছেন, ভালো দল তাকেই বলে যখন প্রয়োজনের সময় খেলোয়াড়রা পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। ভারতীয় দল এই ক্ষমতা বারেবারেই দেখিয়েছে বলেও মন্তব্য করেছেন কোহলি।
ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, সমস্ত ফরম্যাটেই সফল হওয়াটা চ্যালেঞ্জিং। দল ভবিষ্যতে খেলার মান আরও উন্নত করবে।
আইসিসি-র চিফ এক্সিকিউটিভ গত ১২ মাসে ভারতীয় দলের পারফরম্যান্সের প্রশংসা করে সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।।
গাওস্কর বলেছেন, এটা তাঁর কাছে একটা গর্বের মুহূর্ত।