নয়াদিল্লি: ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রবিবার ‘জনতা কার্ফু’ পালনের আহ্বানকে সমর্থন শাহরুখ খানের। নোভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রবিবার সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত দেশবাসীকে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন মোদি। আর বলিউড সুপারস্টার খোদ প্রধানমন্ত্রীর ট্যুইট উদ্ধৃত করে সামাজিক যোগাযোগ, সংস্পর্শ কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন।


লিখেছেন, সামাজিক স্তরে মেলামেশা একেবারে কমিয়ে যতটা না হলেই নয়, এই পর্যায়ে নিয়ে যাওয়াটা জরুরি। স্বেচ্ছা কোয়ারেন্টাইন। রবিবারের জনতা কার্ফু পালনের ডাক সেই লক্ষ্যেই এক পদক্ষেপ, যতটা পারি বা সম্ভব হলে তার চেয়েও বেশি ব্যক্তিগত স্তরে এই ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত আমাদের সকলের। ভাইরাস সংক্রমণ ঠেকাতে আমাদের সময়ের গতির রাশ টেনে ধরে কমাতে হবে। সবাই নিরাপদ, স্বাস্থ্যবান থাকুন।
প্রধানমন্ত্রীর প্রস্তাবে সাড়া দিয়ে তার প্রশংসা করে নেটিজেনদের তা অনুসরণ করতে আবেদন করেছেন শাহিদ কপূর, হেমা মালিনী, শঙ্কর মহাদেবন, মহেশ ভট্টরাও।
শাহিদ ট্যুইট করেছেন, ২২মার্চ জনতা কার্ফু। এই ভাইরাস আমাদের শরীরের চেয়েও বেশি দ্রুত মনে ছায়া ফেলছে। আসুন দেশ হিসাবে সহমর্মিতা দেখাই। আমরা ইতিবাচক মানসিকতার পাশাপাশি চরম সংযমী হই। এটাই সময়ের দাবি। হেমা লিখেছেন, প্রধানমন্ত্রীর রবিবার পুরোপুরি কার্ফু পালনের উদ্যোগকে পুরোপুরি সমর্থন করছি। গোটা বিশ্বকে ধ্বংস করে দেওয়া বিপজ্জনক ভাইরাসের সামনে ভারতীয়দের জোটবদ্ধ থাকার সময় এখন।