কলকাতা: স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের ২০১৯ টিয়ার ১ পরীক্ষার ফলপ্রকাশ স্থগিত হয়ে গেল। কমিশন আগে জানিয়েছিল, জুন মাসের শেষে এই পরীক্ষার ফল বার হতে পারে। চাকরি প্রার্থীরা আশা করেছিলেন, মঙ্গলবারই বেরিয়ে যাবে ফল কিন্তু তা এখনও বার হল না।


দেশের বিভিন্ন কেন্দ্রে এ বছর এই পরীক্ষা চলে ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত। ১৬ মার্চ প্রকাশিত হয় অ্যানসার কি। যাঁরা পরীক্ষায় বসেছিলেন তাঁরা ২১ মার্চ পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারতেন। কিন্তু করোনা অতিমারীর জেরে এসএসসি পরীক্ষার ফলপ্রকাশ পিছিয়ে দেয়। পরে কমিশন ঘোষণা করে, জুনের শেষ ফল বার করবে তারা। মঙ্গলবার এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে ফাঁকা পদের সংখ্যা ঘোষণা করে। এ বছর ৮৫৮২টি পদে কর্মী নিয়োগ করবে তারা।

চাকরি প্রার্থীদের বলা হয়েছে, এ ব্যাপারে নিয়মিত খবর পেতে এসএসসি-র সরকারি ওয়েবসাইট ssc.nic.in-এ নজর রাখতে।