নয়া দিল্লি : স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবারই শীর্ষ আদালতে ধাক্কা খায় SSC।  ৭ দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশ করতে হবে, SSC-কে স্পষ্ট নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু ৭ দিন নয়, আগামীকালই  সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দাগি শিক্ষকদের তালিকা দেবে SSC। সর্বোচ্চ আদালতে জানিয়ে দিলেন SSC-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

'দাগি'রা যাতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনওভাবেই অংশ নিতে না পারেন, তা নিয়ে এদিন ফের একবার SSC ও রাজ্য সরকারকে সতর্ক করে দিয়েছে সর্বোচ্চ আদালত।  'যাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন, তাঁরা , নবম-দশম এবং একাদশ দ্বাদশ , দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন। নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালতে কমিশন সওয়াল করে, 'কেউ যদি ইতিমধ্যে আবেদনপত্র দাখিল করেন, সেক্ষেত্রেও তিনিও অযোগ্য বলে বিবেচিত হবেন'। 

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার  এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে শুক্রবার  শুরুতেই মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, SSC-র আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় 'দাগি'দেরও পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে।  একথা শুনে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, যদি কোনও 'দাগি' নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়, সেটা আমরা দেখব। 'দাগি'রা কোনওভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবে না। SSC-এর আইনজীবীকে বিচারপতি বলেন, আপনারা লুকনোর চেষ্টা করছেন। আমাদের স্পষ্ট উত্তর দিন। বিচারপতি প্রশ্ন করেন, আপনারা কি 'দাগি'দের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে অনুমতি দিচ্ছেন? হ্যাঁ বা না? SSC-এর আইনজীবী বলেন, না। তখন বিচারপতি জিগ্যেস করে, কতজন 'দাগি' রয়েছেন?  SSC-এর আইনজীবী জানান, CBI ১ হাজার ৯০০ জন দাগির তালিকা দিয়েছে। অনলাইন আবেদন করার সময় সেটা যাচাইয়ের কোনও ব্যবস্থা ছিল না।  বিচারপতি কমিশনকে সতর্ক করে বলেন, 'দাগি'দের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দেবেন না। এটা ভাল দেখায় না।  উত্তরে কমিশন জানায়, যদি এক-দু'জন 'দাগি' যাচাইয়ের ব্যবস্থা না থাকার কারণে আবেদন করেনও, সেটা শুধরে নেওয়া হবে।  বিচারপতি বলেন, 'দাগি' ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে কিনা আমরা দেখছি। তাদেরপরীক্ষার আগেই বের করে দিতে হবে। 

বৃহস্পতিবারই ৭ দিনের মধ্যে ‘অযোগ্য‘ প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশের জন্য SSC-কে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এদিন SSC-র আইনজীবীকে বিচারপতি সঞ্জয় কুমার বলেন,' যদি অভিযোগকারী আইনজীবী প্রমাণ করতে পারেন যে, আবার ‘অযোগ্য’ প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে, তাহলে আপনাদের কড়া সমালোচনার মুখে পড়তে হবে। ' এরপর SSC-র আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, ' আপনাদের কাছে ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা রয়েছে। আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন, তাহলে তার ফল ভুগতে হবে।' বিচারপতি প্রশ্ন করেন, ‘অযোগ্য’ প্রার্থীদের  জন্য কেন হাইকোর্টে গেছে SSC? 

নিয়োগ দুর্নীতি মামলায় বারবার একটাই প্রশ্ন সামনে এসেছে,  কারা কারা যোগ্য, আর কারা কারা অযোগ্য? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এবার 'দাগি'দের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এবার কি তাহলে উত্তর মিলবে? অপেক্ষা তারই।