বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: এবার হাঁসখালির ঘটনাতেও 'ফ্যাক্ট ফাইন্ডিং টিম' (Fact Finding Team) পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (BJP central leadership)। পাঁচ সদস্যের দল এসে পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে।


হাঁসখালিতে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম


রামপুরহাটের বগটুই কাণ্ডের পর এবার হাঁসখালিতেও ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পাঁচ সদস্যের এই দলে রয়েছেন যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রী বেবিরানি মৌর্য, সাংসদ রেখা বর্মা, অভিনেত্রী খুশবু সুন্দর, মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন। হাঁসখালিতে এসে পরিস্থিতি খতিয়ে দেখে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) কাছে রিপোর্ট পেশ করবে বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 


এই পাঁচ সদস্যের দল গঠন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। পাঁচ সদস্যের এই দল হাঁসখালির ঘটনাস্থলে আসবেন। পরিস্থিতি খতিয়ে দেখবেন। সেখানে মানুষের সঙ্গে, পরিবারের লোকের সঙ্গে কথা বলবেন। এরপর রিপোর্ট তৈরি করে সেখানে এখন কী করা উচিত তা পেশ করবেন। কীভাবে তদন্ত এগোচ্ছে সেই বিষয়েও খোঁজ নেবেন তাঁরা। 


আরও পড়ুন: Kolkata News: চড়কমেলা ঘিরে সংঘর্ষ, সকালে অবরোধ মুচিপাড়া


এর আগে বগটুই কাণ্ডে পাঁচ সদস্যের একটি টিম পাঠান জে পি নাড্ডা। সেখানে চার জন আইপিএস অফিসার ছিলেন। ঘটনাস্থল খতিয়ে দেখে তাঁরা জে পি নাড্ডাকে রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টের কপি তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও দিয়েছিলেন। এবারের টিমে পাঁচ জন মহিলা সদস্য রয়েছেন বিজেপির। জানা যাচ্ছে হাঁসখালিকাণ্ডের রিপোর্টের কপিও অমিত শাহকে দেওয়া হবে। 


হাঁসখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ


গতকালই হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলা সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। জানানো হয়েছে, আদালতের পর্যবেক্ষণে এই তদন্ত চলবে। এই তদন্তের ক্ষেত্রে কী অগ্রগতি হল তা ২ মে-র মধ্যে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে।