রোগীর আত্মীয় সেজে হাসপাতালে রেকি! তারপর চুরি এসএসকেএমের ডাক্তারদের হস্টেল থেকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Nov 2020 12:41 PM (IST)
ঘটনায় গ্রেফতার করা হয়েছে ডায়মন্ড হারবারের বাসিন্দা খোকন শিকারীকে। ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
কলকাতা: এবার চুরি ডাক্তারদের হস্টেল থেকে। ঘটনাস্থল এসএসকেএম হাসপাতাল চত্বর। কয়েকমাস ধরেই এসএসকেএমে চিকিৎসকদের হস্টেল থেকে মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ উঠছিল। ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ডায়মন্ড হারবারের বাসিন্দা খোকন শিকারীকে। ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ওই খোকন শিকারী নাকি দীর্ঘদিন ধরেই ওত পেতে বসে থাকত হাসপাতালের প্রতীক্ষালয়ে। সেখাল থেকেই লক্ষ্য রাখত কে কখন হস্টেলে থাকতেন বা বেরোতেন। এরপর রোগীর আত্মীয় সেজে হাসপাতালে রেকি পর্যন্ত করে সে। এরপর সুযোগ বুঝে চিকিৎসকদের হস্টেলে ঢুকে চুরি করে বলে অভিযোগ ওঠে। এসএসকেএম হাসপাতালের ঘটনা। ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার অভিযুক্ত। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে খোঁজ মেলে অভিযুক্তের। পুলিশের ধারণা আরও বড় চুরির ছক ছিল খোকনের। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।