চেন্নাই: উৎসবের মরশুমে ভয়ঙ্কর ঘটনা তামিলনাড়ুতে। অভিনেতা তথা রাজনীতিক, ‘থলপতি’ বিজয়ের জনসভায় পদপিষ্ট অনেকে। বেশ কয়েক জন মারা গিয়েছেন বলে খবর মিলছে। অনেকে আহত হয়েছেন। এক শিশুকন্যার খোঁজ মিলছে না বলে জানা যাচ্ছে। বাড়ছে হতাহতের আশঙ্কা। সোশ্যাল মিডিয়ায় কেউ দাবি করছেন, ৩৩ জন মারা গিয়েছেন। কেউ আবার বলছেন, সংখ্যাটা তারও বেশি। মৃতদের মধ্যে শিশুও রয়েছে বলে খবর। কমপক্ষে তিন শিশু মারা গিয়েছে বলে খবর। বিজয়ের দলের সাতজন সমর্থক মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। (Tamil Nadu Stampede News)
শনিবার তামিলনাড়ুর কারুরে বিরাট জনসভা ছিল সদ্য রাজনীতিতে পা রাখা, Tamilaga Vettri Kazhagam দলের প্রধন বিজয়ের। হাজার হাজার মানুষ সেই জনসভায় যোগ দেন। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশ ও প্রশাসন। সেই প্রবল ভিড়ে, ঠেলাঠেলিতেই অনেকে পদপিষ্ট হন বলে খবর। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে মাঝপথে বক্তৃতা থামাতে বাধ্য হন বিজয়। (Thalapathy Vijay Rally Stampede)
সভাস্থলে অনেকে অসুস্থ হয়ে পড়েন। জ্ঞান হারান অনেকে। তাঁদের ধাতস্থ করতে প্রথমে জলের বোতল বিলি করা হয়। এর পর ঘটনাস্থলে এসে পৌঁছয় মেডিক্যাল টিম, অ্যাম্বুল্যান্স। বহু মানুষকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। জানা গিয়েছে, হাজার হাজার মানুষ এদিন বিজয়ের জন্য অপেক্ষা করছিলেন। কেউ কেউ ছ'ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। আর তাতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
এখনও পর্যন্ত যা খবর মিলছে, সেই অনুযায়ী, একটি ন'বছরের মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। বিজয় নিজে মেয়েটির খোঁজ শুরু করেন। পুলিশ ও প্রশাসনকে সহযোগিতার আর্জি জানান তিনি। মেয়েটির খোঁজে তল্লাশি চলছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'কারুর থেকে অত্যন্ত উদ্বেগজনক খবর আসছে। পদপিষ্ট হয়ে যাঁরা জ্ঞান হারিয়েছেন, যাঁরা হাসপাতালে ভর্তি, জরুরি ভিত্তিতে চিকিৎসার নির্দেশ দিয়েছি'।
এদিনের সভায় ক্ষমতাসীন DMK-কে তীব্র আক্রমণ করেন বিজয়। বিশেষ করে প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজিকে নিশানা করেন তিনি। বিজয় দাবি করেন, আগামী ছ'মাসের মধ্যে তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটতে চলেছে।
আগামী বছর বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে। তার আগে প্রচারে জোর দিচ্ছেন বিজয়। দফায় দফায় মিটিং-মিছিল করছেন। শনিবারও সেই মতো জনসভার আয়োজন হয়। আর সেখানেই বিপত্তি ঘটে।