নয়াদিল্লি: দুইয়ের বেশি সন্তান থাকলে আর সরকারি চাকরি পাওয়া যাবে না অসমে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে সে-রাজ্যের সরকার। রাজ্যের উন্নয়ন ও জনসংখ্যার মধ্যে সাযুজ্য রক্ষার জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। ২০২১ সালের পয়লা জানুয়ারি থেকেই এই সিদ্ধান্ত চালু হবে। ১২৬ সদস্যের অসম বিধানসভা ২০১৭ সালে জনসংখ্যা নীতি গ্রহণ করে।
সোমবার ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সেই বৈঠকে জমি সংক্রান্ত নতুন নীতিও নিয়েছে সরকার। ওই নীতি অনুসারে, স্থানীয় ভূমিহীন কৃষকদের ৩ বিঘা কৃষিজমি দান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধ বিঘা জমি দেওয়া হয়েছে বাড়ি তৈরির জন্যও।
২০১৭র সেপ্টেম্বরে অসম বিধানসভায় পাশ হয় ‘জনসংখ্যা ও নারী ক্ষমতায়ণ নীতি’। ছোট পরিবারের ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতে সরকার ঘোষণা করে বর্তমানে সরকারি কর্মচারীদের দুই-সন্তান নীতি মেনে চলতে হবে।