কলকাতা: ফের চিন্তা বাড়াচ্ছে রাজ্যে করোনার সংক্রমণ। একদিনের খানিক স্বস্তির পর ফের ঊর্ধ্বমুখী বঙ্গে দৈনিক আক্রান্তের গ্রাফ। মঙ্গলবারে রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ৭২৯ জন। সোমবারের তুলনায় যা অনেকটাই বেশি। ২ অগাস্ট রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫৭৫ জন। আজ পর্যন্ত রাজ্যে করোনা অতিমারীতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৩০ হাজার ২৪ জন।


করোনা অতিমারীর কবলে ৩ অগাস্ট পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ১৭০ জন করোনা রোগীর। তবে গতকালের তুলনায় খানিক কমেছে রাজ্যের দৈনিক মৃতের সংখ্যা। দশের নীচে নেমে মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে কোভিডে মৃত্যু হয়েছে ৯ জনের। সোমবার রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছিল ১২ জনের। 


মৃতের সংখ্যা না বাড়লেও খানিক চিন্তায় রাখছে সুস্থতার সংখ্যা। গত ১ দিনে করোনা অতিমারীকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা মাত্র ৭৫৬ জন। সোমবারের তুলনায় খানিক বাড়লেও এখনও দৈনিক সুস্থতার সংখ্যা আটশোর নিচেই। ২ অগাস্টে রাজ্যে সুস্থ হয়েছিলেন ৭৩৪ জন। মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ১ হাজার ৮৭ জন। এ পর্যন্ত বঙ্গে সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশ।


সোমবারের থেকে খানিক কমলেও সংক্রমণের নিরিখে রাজ্যে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত ১ দিনে সেই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬ জন। সংক্রমণে চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গও। দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে জলপাইগুড়ি। শেষ ২৪ ঘণ্টায় সেই জেলায় অতিমারীতে আক্রান্ত হয়েছেন ৭৮ জন। কলকাতায় সংক্রমণ কমে গত ১ দিনে আক্রান্ত হয়েছেন ৫৯ জন।


গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের মাত্র ৫ জেলা বাদে সর্বত্র মৃত্যু সংখ্যা শূন্য। দার্জিলিং, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি মিলিয়ে রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে।