কলকাতা: রাজ্যে আপাতত নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। তবে গতকালের তুলনায় খানিক কমলেও এখনও আটশোর উপরেই রাজ্যের দৈনিক সংক্রমণ। রাজ্য সরকারের প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮১২ জন। বুধবার, ৪ অগাস্ট রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৮২৬ জন। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে করোনা অতিমারিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৩১ হাজার ৬৬২ জন।


করোনা সংক্রমণের জেরে ৫ অগাস্ট পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ১৯৩ জনের। তবে গতকালের তুলনায় খানিক বেড়েছে রাজ্যের দৈনিক মৃতের সংখ্যা। দশের গণ্ডি পেরিয়ে বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে কোভিডে মৃত্যু হয়েছে ১৩ জনের। বুধবার রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছিল ১০ জনের। 


মৃতের সংখ্যা বাড়লেও খানিক স্বস্তি সুস্থতার সংখ্যায়। গত ১ দিনে করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮২৩ জন। যদিও বুধবারের তুলনায় খানিক কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা। ৪ অগাস্টে রাজ্যে সুস্থ হয়েছিলেন ৮৩৮ জন। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ২ হাজার ৭৪৮ জন। এ পর্যন্ত বঙ্গে সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশ।


চিন্তা বাড়িয়ে এখনও সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত ১ দিনে সেই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। চিন্তা বাড়াচ্ছে কলকাতার দৈনিক সংক্রমণের সংখ্য়া। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। দৈনিক সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং। শেষ ২৪ ঘণ্টায় সেই জেলায় ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭৫ জন।


গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের ১০ জেলায় করোনায় মৃতের খবর পাওয়া গেছে। কালিম্পং, জলপাইগুড়ি, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, কলকাতায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে গত ১ দিনে। উল্লেখ্য, সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসায় রাজ্যে পুজোর পর স্কুল খোলার ভাবনা চিন্তার কথা আজ জানান মুখ্যমন্ত্রী।