সন্দীপ সরকার, কলকাতা: সরকারি সুবিধাপ্রাপ্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে সার্কুলার পাঠাল স্বাস্থ্য দফতর। যে সব হাসপাতাল জমি বা অন্য সুবিধা সরকারের থেকে নিয়েছে, তারা নির্দিষ্ট সংখ্যায় রোগীদের বিনামূল্যে চিকিত্সা দিয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে। সুবিধাপ্রাপ্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে গত তিন বছরের হিসেব দিতে বলা হয়েছে ওই সার্কুলারে ৷
রাজ্যে বিধানসভা ভোটপর্ব শুরুর মুখে চিকিত্সা পরিষেবা নিয়ে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। সরকারের কাছ থেকে জমি বা অন্য সুবিধা নেওয়া বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে সার্কুলার পাঠাল স্বাস্থ্য দফতর। প্রশাসন সূত্রে খবর, হাসপাতাল তৈরির সময় যে সব বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম সরকারি জমি বা অন্য সুবিধা নিয়েছে, তাদের বিশেষ শর্ত দেওয়া হয়। সরকার জানিয়ে দেয়, ওই সুবিধা নেওয়ার বদলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম বিনামূল্যে আউটডোরে ২০ শতাংশ রোগীর চিকিত্সা করবে। ইনডোরে ১০ শতাংশ রোগীকে বিনামূল্যে পরিষেবা দিতে ওই সব প্রতিষ্ঠান বাধ্য থাকবে। এখন ভোটের মুখে সেই শর্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি মানছে কি না, বা কতটা মেনেছে, তা জানতে সার্কুলার পাঠানো হল। বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি গত তিন বছরে ওই শর্ত কতটা মেনেছে, তার তথ্য চেয়ে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য দফতরের ওই সার্কুলারে বলা হয়েছে, সরকারের থেকে জমি বা অন্য সুবিধা নেওয়া হাসপাতাল, নার্সিংহোম গত ৩ বছরে আউটডোর ও ইনডোরে কত রোগীকে শর্তমাফিক বিনামূল্যে পরিষেবা দিয়েছে তার হিসেব দ্রুত সরকারের কাছে পাঠাতে হবে। এই নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য দফতর। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে দাবি।
এখন দেখার, সরকারের কাছে নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালগুলির হিসেব দাখিল প্রক্রিয়া ভোটপর্বের মধ্যেই হয় কি না।
রাজ্যে বিধানসভার নির্বাচনে এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে উঠেছে। আট দফায় এবার ভোট হবে। আগামী ২ মে বেরোবে ভোটের ফলাফল।