করোনা ভাইরাস নিয়ে বিশেষ উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতর। করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালকে নোডাল সেন্টার হিসাবে বেছে নেয় সরকার। এবার সমস্ত জেলা ও মহকুমা হাসপাতালেও পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হল। নির্দেশিকায় বলা হয়েছে আলাদাভাবে রাখতে হবে ভেন্টিলেশনের ব্যবস্থা ও আইসোলেশন ওয়ার্ড।


এক নজরে দেখে নেওয়া যাক কী কী আছে নির্দেশিকায়।

• শুধু বেলেঘাটা আইডি বা কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালগুলি নয়, নোভেল করোনার চিকিৎসায় রাজ্যজুড়ে পরিকাঠামো তৈরি করা হচ্ছে।
• জেলার সব মেডিক্যাল কলেজ, মহকুমা হাসপাতাল ও জেলা হাসপাতালগুলিতে তৈরি করা হচ্ছে আইসোলেশেন ওয়ার্ড।
• তৈরি করা হচ্ছে ভেন্টিলেশন সাপোর্টের ব্যবস্থা।
• যে সমস্ত চিকিৎসক, স্বাস্থ্য কর্মী কাজ করবেন তারা যাতে সংক্রামিত না হন, তার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে।
• নোভেল করোনার লক্ষণ নিয়ে কেউ আসলে অবিলম্বে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা করাতে হবে।
• রোগীদের কলকাতায় না পাঠিয়ে সংশ্লিষ্ট জেলাতেই চিকিৎসার বন্দোবস্ত করতে হবে।
• করোনা আক্রান্ত দেশ থেকে ভারতে এলে উপসর্গ না থাকলেও, ২৮ দিন হোম আইসোলেশন বাধ্যতামূলক।
• এই সময়ের মধ্যে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট কোনও অসুবিধা হলে রাজ্য সরকারের ২৪ ঘণ্টার কল সেন্টারে যোগাযোগ করতে হবে।

এই নির্দেশিকা আসার পরই শুরু হয়েছে তৎপরতা। এম এম আর বাঙুরে তড়িঘড়ি তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড।