টোকিও ও লসান: অলিম্পিক্সের আয়োজনে পরিকল্পনামাফিক এগোচ্ছে জাপান। জানালেন সেদেশের এক সরকারি মুখপাত্র। নির্ধারিত সময়ে টোকিও অলিম্পিক্সের ইঙ্গিত দিয়েছেন তিনি।
পাশাপাশি, আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির তরফেও জানানো হয়েছে, সময়মতোই শুরু হবে অলিম্পিক্সের আসর।
গতকালই জাপানের অলিম্পিক্স মন্ত্রী সেইকো হাসিমোটো বুঝিয়ে দেন পিছিয়ে যেতে পারে টোকিও অলিম্পিক্স। আগামী ২৪ জুলাই জাপানের টোকিওতে অলিম্পিক্স হওয়ার কথা।
করোনা আতঙ্কে ইতিমধ্যে ফুটবল, হকি, টেনিস, মোটরস্পোর্টসের মতো খেলা ইতালি, জাপান, সুইৎজারল্যান্ডে পিছিয়ে গিয়েছে না হলে বাতিল হয়েছে। গত অলিম্পিক্সের সময় ব্রাজিলে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব হলেও, বাতিল হয়নি রিও অলিম্পক্স।