নয়াদিল্লি: দেশব্যাপী মদের দোকানের বাইরে দীর্ঘ লাইন যাতে না পড়ে, যতটা সম্ভব কম ভিড় হয়, লোকে সোস্যাল ডিস্ট্যান্সিংয়ের নিয়মবিধি মেনে চলে, তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারগুলিকে সরাসরি বিক্রি না করে হোম ডেলিভারির মাধ্যমে মদ সাপ্লাইয়ের প্রস্তাব বিবেচনা করতে বলল সুপ্রিম কোর্ট। দেশের বেশ কয়েকটি রাজ্যে লকডাউনের নিয়মবিধি কিছুটা শিথিল করে মদ সহ বেশ কিছু সামগ্রী কেনাবেচার দোকান খোলার পর সোস্যাল ডিস্ট্যান্সিংয়ের পরামর্শ গুলি মেরে উড়িয়ে রাস্তায় নামে জনতা। বিশেষ করে মদের দোকানগুলির বাইরে ভিড় উপচে পড়ে। ধাক্কাধাক্কি, পুলিশের লাঠি কিছুই বাদ যায়নি।
এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে মদ্যপানের জন্য দোকান থেকে সরাসরি মদ, অ্যালকোহল বিক্রি অসাংবিধানিক, বেআইনি ঘোষণার আবেদন পেশ হয়। কিন্তু সেই জনস্বার্থ পিটিশন নাকচ করে দিয়েছে শীর্ষ আদালতের বেঞ্চ। বলেছে, আমরা কোনও নির্দেশ দেব না, তবে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার জন্য রাজ্যগুলির মদের হোম ডেলিভারি বা ঘুরিয়ে বিক্রির কথা ভেবে দেখা উচিত। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমের পিটিশনের শুনানি করে এই অভিমত জানায় তিন বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিষাণ কাউল ও বিআর গাভাইয়ের বেঞ্চ।
পিটিশনারের তরফে আইনজীবী সাই দীপক সওয়াল করেন, মদ কেনার জন্য লাইনে লোকের সংখ্যা প্রচুর, সেই তুলনায় দোকান কম। ফলে সামাজিক দূরত্ব বিধির ব্যাপক লঙ্ঘন হয়েছে। এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে গাইডলাইন সংশোধন করতে বলুক শীর্ষ আদালত যা রাজ্য়গুলিও মানতে বাধ্য থাকবে।
সোস্যাল ডিস্ট্যান্সিং সুনিশ্চিত করতে মদের হোম ডেলিভারি দেওয়া যায় কিনা, রাজ্যগুলিকে ভেবে দেখতে বলল সুপ্রিম কোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 May 2020 08:18 PM (IST)
সুপ্রিম কোর্টে মদ্যপানের জন্য দোকান থেকে সরাসরি মদ, অ্যালকোহল বিক্রি অসাংবিধানিক, বেআইনি ঘোষণার আবেদন পেশ হয়। কিন্তু সেই জনস্বার্থ পিটিশন নাকচ করে দিয়েছে শীর্ষ আদালতের বেঞ্চ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -