হুগলি: রাজ্যজুড়ে ছড়াচ্ছে গুজবের বিষ! যার জেরে গণধোলাই থেকে এবার রেহাই পেলেন না খোদ শিক্ষিকাও!

শনিবার রাতে মাকে গাড়িতে করে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন এই স্কুলশিক্ষিকা। কিন্তু হুগলির বলাগড়ে পথ হারিয়ে ফেলেন চালক। গ্রামবাসীদের কাছে সাহায্য চান আরোহীরা! কিন্তু কপালে জোটে গণপ্রহার! কিছু বুঝে ওঠার আগেই শিশুচোর সন্দেহে বেধড়ক মার!

গুজব ছড়াতে ছড়াতে এমনই চরম আকার নিয়েছে যে, প্রৌঢ় শিক্ষিকার মাকেও রেয়াত করেনি হামলাকারীরা! গাড়ি থেকে নামিয়ে তাঁকেও মারধর করা হয়!

মারমুখী জনতার হাত থেকে শিক্ষিকা ও তাঁর মাকে কোনওমতে উদ্ধার করে পুলিশ। এখন তাঁরা কল্যাণীর একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় জেএনএম হাসপাতালে ভর্তি তাঁদের গাড়ির চালক।

কিন্তু স্রেফ গুজবের জেরে কারা ঘটাল এমন নৃশংস ঘটনা?

হুগলির পুলিশ সুপার সুকেশ জৈন জানিয়েছেন,  এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, গুজবের জেরে শিক্ষিকা ও তাঁর মায়ের আক্রান্ত হওয়ার ঘটনায় ধৃতদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সৌরভ বন্দ্যোপাধ্যায়, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ।।