খড়্গপুর: ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পড়ুয়াদের প্লেসমেন্টের ক্ষেত্রে রেকর্ড গড়ল আইআইটি খড়্গপুর।


প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, প্রথম দফার শেষে প্রায় ১২০০ পড়ুয়া প্লেসমেন্ট পেয়ে গিয়েছে। খড়্গপুরের কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান প্রফেসর দেবাশিস দেব জানান, চলতি সেশনে বিভিন্ন বিভাগে এনরোলমেন্ট করান ২,০৫৪ পড়ুয়া। এটিও যে কোনও আইআইটি-র ক্ষেত্রে সর্বাধিক।


তাঁর দাবি, আইআইটি খড়্গপুরে প্রচুর সংখ্যক ডিসিপ্লিন বা বিভাগ চালু রয়েছে। ফলে, বেশি সংখ্যক পড়ুয়া এখানে আসেন। কারণ, তাঁরা বিভিন্ন ধরনের কোর্সের মধ্যে তাঁরা নিজেদের পছন্দটা বাছতে পারেন। তিনি বলেন, প্রথম দফার প্লেসমেন্টে অংশ নিয়েছিল ২০০টি সংস্থা। ইতিমধ্যেই প্লেসমেন্টের প্রস্তাব পেয়েছেন প্রায় ১২০০ জন।