দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়কাণ্ডে সবপক্ষকে নিয়ে একসঙ্গে চলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ভাঙড়ে বিভিন্ন উন্নয়নমুলক কর্মসূতিও নিয়েছে রাজ্য সরকার। গতকাল বিদ্যুৎ প্রকল্প ঘিরে ফের উত্তপ্ত হয় ভাঙড়। পড়ে বোমা, চলে গুলি। এই প্রেক্ষিতে এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক বসে। সেখানে তলব করা হয় শোভন চট্টোপাধ্যায়, রেজ্জাক মোল্লা, আরাবুল ইসলাম ও কাইজার আহমেদদের। ভাঙড় কেন ফের অশান্ত, তাই নিয়ে আলোচনা হয়। রাজনৈতিকভাবে পরিস্থিতির মোকাবিলা নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সবপক্ষকে একসঙ্গে চলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আলোচনার পর রিপোর্ট দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি, সূত্রের খবর, যাঁদের জমির উপর বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার ভাবনাচিন্তা করছে সরকার। এছাড়াও, ভাঙড়ে বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচির পরিকল্পনা করছে রাজ্য। গীতাঞ্জলি আবাসন সহ বিভিন্ন কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
ভাঙড়: গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসঙ্গে চলার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Web Desk, ABP Ananda | 29 Dec 2017 01:27 PM (IST)