কলকাতা: রাজ্যে দুই আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট। আগামী ২৯ জানুয়ারী উলুবেড়িয়া লোকসভা আসন ও নোয়াপাড়া বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উলুবেড়িয়ার তৃণমূলের প্রার্থী হলেন সাজদা আহমেদ। তিনি ওই কেন্দ্রের প্রয়াত সাংসদ সুলতান আহমেদের স্ত্রী। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ কথা জানিয়েছেন। সুলতান আহমেদের মৃত্যুর জন্যই এই আসনে উপনির্বাচন হচ্ছে।
নোয়াপাড়া বিধানসভা আসনে রাজ্যের শাসক দলের প্রার্থী হচ্ছেন সুনীল সিংহ। তিনি গারুলিয়া পুরসভার চেয়ারম্যান। এই আসনের কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের কয়েকমাস আগে প্রয়াত হন। তাঁর মৃত্যুর জন্য এই আসনে উপনির্বাচন হচ্ছে।
এই দুই আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্টও। রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, উলুবেড়িয়ায় প্রার্থী হচ্ছেন সাবিরুদ্দিন মোল্লা। নোয়াপাড়ায় প্রার্থী হচ্ছেন গার্গী চট্টোপাধ্যায়।