সঞ্চয়ন মিত্র, কলকাতা:  ভক্ত ছাড়াই বেলুড় মঠে পালিত হল শ্রীশ্রী রামকৃষ্ণদেবের ১৮৬তম জন্মতিথি। করোনা আবহে, ভক্ত-প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে মঠ কর্তৃপক্ষ। কামারপুকুর মঠে ভক্তদের প্রবেশের অনুমতি থাকলেও অন্যান্যবারের ভিড় চোখে পারেনি।


শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মমহোৎসব৷ কিন্তু, করোনা আবহে, ভক্তছাড়াই বেলুড় মঠে পালিত হল বিশেষ দিনটি। 


ভোরে মঙ্গলারতির মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয় এবং সন্ধ্যায় বিশেষ আরতি ৷  করোনা আবহে দীর্ঘদিন ভক্তদের জন্য বন্ধ ছিল বেলুড় মঠের দরজা। গত ১০ ফেব্রুয়ারি বিধিনিষেধ মেনে তা খুলে দেওয়া হয়।  


কিন্তু মঠ কর্তৃপক্ষ জানায়, করোনা পরিস্থিতির জেরে এই বিশেষ দিনটিতে মঠে ভক্ত প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়নি। তবে, বিশেষ পুজো, হোম, ভোগ এবং আরতি, সবকিছুই প্রতিবারের মতোই হয়েছে। এদিন বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও বাণী নিয়ে আলোচনা এবং ধর্মসভার আয়োজন করা হয়। পাঠ করা হয় কথামৃত।  


প্রতি বছর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির পরের রবিবার জন্মমহোত্‍সব পালন করা হয়। মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর করোনা পরিস্থিতির কারণে জন্মমোহত্‍সব পালন করা হবে না।  সেইদিন, অর্থাত্‍, আগামী ২১ মার্চ ভক্তদের জন্য বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হুগলির কামারপুকুর মঠেও পালন করা হয় শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি। বিশেষ পুজো, আরতির আয়োজন করা হয়। 


কামারপুকুর মঠে ভক্তদের প্রবেশে কোনও বাধা ছিল না। তবে ভক্তদের সংখ্যা ছিল অন্যান্যবারের তুলনায় অনেকটাই কম।