কলকাতা ও নদিয়া: এক সপ্তাহের মধ্যে নদিয়ার ২ জনের সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। গতকাল এক মহিলার মৃত্যু হয়েছে। এর আগে গত সপ্তাহে এক শিশুরও মৃত্যু হয়েছে।
মাস খানেক আগে সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় নদিয়ার তাহেরপুরের বাসিন্দা সুহান ঘোষ নামে চার বছরের এক শিশু। ক্রিটিক্যাল ইউনিটে রাখা হয় তাকে। গত শুক্রবার মৃত্যু হয় শিশুটির।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রথম থেকেই শিশুটির শারীরিক অবস্থা খারাপ ছিল। গত সপ্তাহে অবস্থার আরও অবনতি হয়। শেষমেশ বাঁচানো সম্ভব হয়নি তাকে।
এর এক সপ্তাহের মধ্যে ফের ওই জেলা থেকেই মৃত্যু হল এক গৃহবধূর। নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায় জানান, কল্যানীর বাসিন্দা ২৮ বছরের ওই মহিলা গত ১৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়েন। তাঁকেও পরে কলকাতার একই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গতকাল তিনি মারা যান।
তাপস জানান, এই ঘটনার পরই ন্যাশনাল আর্বান হেলথ মিশনের প্রতিনিধিরা কল্যানী যান। স্থানীয় পুর চেয়ারম্যান সুশীল তালুকদার জানিয়েছেন, মশার উপদ্রব নিয়ন্ত্রণ করতে এলাকায় ব্লিচিং পাউডার ও মশা-মারার ধোঁয়ার ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, ড্রেনগুলি নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। তিনি যোগ করেন, কল্যানী শহর থেকে শুকর বের করে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
নদিয়ার ২ জনের মৃত্যু সোয়াইন ফ্লু-তে
Web Desk, ABP Ananda
Updated at:
30 Apr 2017 10:05 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -