পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা: বন্ধুর সঙ্গে দিঘা বেড়াতে গিয়েছিলেন। কথা ছিল দিন দুয়েক ছুটি কাটিয়েই ফিরে আসবেন। কিন্তু, আর ফেরা হল না। নিউ ব্যারাকপুরের বাসিন্দা ৩১ বছরের শানু দাস তলিয়ে গেলেন সমুদ্রে।
মৃতের বন্ধুরা জানিয়েছেন, শনিবার সন্ধেয় দিঘায় পৌঁছন তাঁরা। রাত ১০টা নাগাদ সমুদ্রের ধারে বসে গল্প করছিলেন তাঁরা। বন্ধুদের দাবি, পা ধোয়ার জন্য জলের অনেকটাই কাছে চলে যান শানু। সেইসময় একটা বড় ঢেউ আসে। তাতেই ভেসে যান ওই যুবক।
রবিবার দুপুরে শঙ্করপুরের কাছে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর শানুকে সনাক্ত করা হয়। বেকবাগানে একটি বেসরকারি সংস্থার কর্মী শানু, মাকে নিয়ে ভাড়া থাকতেন নিউ ব্যারাকপুরে। দিঘা যাওয়ার সময় বারবার করে মা বলেছিলেন, বেশি জলে না যেতে! আজ মায়ের চোখে শুধুই জল।
দিঘার সমুদ্রে তলিয়ে মৃত্যু যুবকের, শঙ্করপুরের কাছে দেহ উদ্ধার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Apr 2017 09:01 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -