বাঘ ধরতে গিয়ে গোয়ালতোড়ে রহস্যময়ভাবে মারা গেলেন ২ বনকর্মী
ABP Ananda, Web Desk | 13 Mar 2018 09:46 AM (IST)
পশ্চিম মেদিনীপুর: গিয়েছিলেন বাঘ ধরতে গিয়ে। গাড়ির মধ্যেই রহস্যময়ভাবে মারা গেলেন ২ বনকর্মী। কীভাবে তাঁদের মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। মৃতরা হলেন গাড়ি চালক অমল চক্রবর্তী ও বন কর্মী দামোদর মুর্মু। জানা গিয়েছে, বাঘের ভয়ে গাড়ির দরজা জানালা বন্ধ করে ঘুমোচ্ছিলেন তাঁরা। ফলে গাড়ির মধ্যে দম আটকে মৃত্যু হয়। ভেতর থেকে একটি জেনারেটরও উদ্ধার হয়েছে। গাড়ির জানালায় জাল লাগানো থাকা সত্ত্বেও তাঁরা বাঘের ভয়ে জানালা বন্ধ রেখেছিলেন। কীভাবে গোটা ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ।