পরিকাঠামো থেকে পদোন্নতি- নানা ইস্যুতে অনির্দিষ্টকালের ধর্নায় শিবপুর আইআইইএসটির অধ্যাপকরা
ABP Ananda, Web Desk | 13 Mar 2018 08:05 AM (IST)
হাওড়া: অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলেন শিবপুর আইআইইএসটির অধ্যাপকরা। সংস্থার পরিকাঠামোগত উন্নয়ন থেকে অধ্যাপকদের পদোন্নতির বিষয়ে কর্তৃপক্ষের ঔদাসীন্যের অভিযোগ তুলে গতকাল থেকে ধর্নায় বসেছেন তাঁরা। অধ্যাপকদের অভিযোগ, ২০১৪ সালে শিবপুর বিই কলেজ আইআইইএসটির মর্যাদা পাওয়ার পর পড়ুয়াদের ক্লাসরুম, গবেষণাগার সহ বহু ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন হয়নি।পদোন্নতি নিয়েও তাঁদের ক্ষোভ রয়েছে। এ নিয়ে আইআইইএসটির ডিরেক্টর অজয় রায়ের বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে তুলে তাঁর দফতরের বাইরেই রিলে অবস্থান শুরু করেছেন অধ্যাপকরা। তবে আইআইইএসটি কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।