কলকাতা: করোনা আক্রান্ত সন্দেহে ‘প্রত্যাখ্যান’ করার অভিযোগ। রোগীর মৃত্যু ঘিরে তীব্র বিতর্ক তৈরি হল। ২ সরকারি হাসপাতালের বিরুদ্ধে প্রত্যাখ্যানের অভিযোগ উঠেছে।
রোগীর পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, এসএসকেএম ও শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল থেকে তাঁদের প্রত্যাখ্যান করা হয়েছে। কলকাতা মেডিক্যালে নিয়ে যাওয়ার পরেই ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।
কলকাতা মেডিক্যালে অক্সিজেনও না দেওয়ার অভিযোগ করছে মৃত রোগীর পরিবার। বলা হচ্ছে, রোগীর জ্বর থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ ধরেই নিয়েছিল যে, তাঁর করোনা হয়েছে। তারপরেই ফিরিয়ে দেওয়া হয়। ওই রোগীর বাড়ি জয়নগরে। সেখান থেকে কলকাতায় আনার পরে রোগীর মৃত্যু। প্রত্যাখ্যান নিয়ে এখনও মেলেনি হাসপাতালের কোনও প্রতিক্রিয়া।
করোনা আক্রান্ত সন্দেহে ফেরানোর অভিযোগ ২ সরকারি হাসপাতালের বিরুদ্ধে, মৃত্যু রোগীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jul 2020 06:28 PM (IST)
কলকাতা মেডিক্যালে অক্সিজেনও না দেওয়ার অভিযোগ করছে মৃত রোগীর পরিবার।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -