কলকাতা: প্রয়াত হলেন প্রখ্যাত হিন্দুত্ববাদী নেতা তপন ঘোষ। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর করোনা চিকিৎসা চলছিল। গতকাল সন্ধেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তপন ঘোষের বয়স হয়েছিল ৬৭। হিন্দু সংহতি প্রতিষ্ঠাতা তপনবাবু করোনা আক্রান্ত হওয়ার পর গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর দুই বোন রয়েছেন। তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের করোনায় মৃত্যু হওয়ার পর তপনবাবু এ রাজ্যের দ্বিতীয় রাজনীতিক, যাঁকে কেড়ে নিল করোনা।

প্রাক্তন আরএসএস স্বয়ংসেবক তপন ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত প্রমুখ। তাঁরা বলেছেন, পশ্চিমবঙ্গে হিন্দুদের সংঘবদ্ধ করার লড়াইয়ে তপনবাবু নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন, প্রেরণা জুগিয়েছেন হাজার হাজার মানুষকে। তিনি স্মরণীয় হয়ে থাকবেন।



১৯৭৫-এ প্রচারক হিসেবে আরএসএসে যোগ দেন তপনবাবু। নীতিগত মতানৈক্যের জেরে ২০০৭-এ নিজেকে বিচ্ছিন্ন করে নেন সঙ্ঘ থেকে। আগুনে বক্তৃতা ও বিতর্কিত মন্তব্যের জন্য খ্যাত এই নেতা ২০০৮-এ তৈরি করেন হিন্দু সংহতি। মাত্র কয়েকশো সদস্য নিয়ে তৈরি এই সংগঠন তাঁর নেতৃত্বে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে, শাখা খুলেছে অসম ও ঝাড়খণ্ডে। যদিও মতানৈক্যের ফলে ২০১৮-য় নিজের হাতে গড়া হিন্দু সংহতিও ত্যাগ করেন তিনি।