শিলিগুড়ি: একেবারে ফিল্মি কায়দায় এই সোনার বিস্কুট পাচার করা হচ্ছিল কলকাতায়। কিন্তু, গোপন সূত্রে খবর পেয়ে মাঝপথেই তা ধরে ফেলল ডিরেক্টর রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই।

শুক্রবার হাওড়াগামী কামরূপ এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই, তাতে তল্লাশি শুরু করেন ডিরেক্টর রেভিনিউ ইন্টেলিজেন্সের আধিকারিকরা। ট্রেনের ভিতর ট্রলি ব্যাগ নিয়ে বসেছিলেন দুই যুবক। তাঁদের গ্রেফতার করা হয়। ট্রলিব্যাগ খুলতেই দেখা যায়, তার ভিতর সেলোটেপ দিয়ে আটকানো সোনার বিস্কুট।

ডিআরআই সূত্রে দাবি, মোট ২৪টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে, যার দাম প্রায় ১ কোটি ২৪ লক্ষ টাকা। আইজল থেকে আনা সোনার বিস্কুটগুলি কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল।