ডায়মন্ড হারবার: স্ত্রীকে ফোনে ব্যস্ত দেখে মনে বাসা বাঁধে সন্দেহ। সেই সন্দেহের জেরেই খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে। মৃতার নাম নাজমা বিবি। বৃহস্পতিবার ফলতার কাছে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

তদন্তে নেমে নাজমার স্বামী রাইহান মোল্লাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কথায় অসংলগ্নতা থাকায় তাঁকে আটক করা হয়। জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাওয়ের দাবি, টানা জেরায় ভেঙে পড়ে রাইহান স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন। রাইহান দাবি করেন,  তাঁর দু’টি বিয়ে। দ্বিতীয় পক্ষের স্ত্রী নাজমা সর্বক্ষণ ফোনে অন্য কারও সঙ্গে কথা বলতেন। এতেই রাইহানের সন্দেহ হয়, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। তাই মেলায় নিয়ে যাওয়ার নাম করে তিনি স্ত্রীকে খুন করেন।

তদন্তকারীদের দাবি, মেলায় নিয়ে যাওয়ার নাম করে ফলতার নির্জন এলাকায় ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর নলি কেটে খুন করেন রাইহান। তারপর দেহ ফেলে পালিয়ে যান তিনি। ধৃতকে ডায়মন্ডহারবার এসিজেএম আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।