মুর্শিদাবাদ: ক্রমেই দীর্ঘ হচ্ছে রাজ্যের প্রতিবাদীদের মৃত্যু মিছিল!
একদিকে এবার মদ-গাঁজা বিক্রির প্রতিবাদ করে, প্রতিবেশীর হাতেই দক্ষিণ দিনাজপুরে খুন হলেন এক হোমগার্ড! অন্যদিকে বাড়ির সামনে মদ খেয়ে গালিগালাজের প্রতিবাদ করায় হাওড়ায় আত্মীয়ের হাতেই খুন আত্মীয়!
বালুরঘাটে নিহত হোমগার্ডের নাম ভবেশচন্দ্র দাস। একে গোপালন কলোনির বাসিন্দা। তাঁর পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই মুদির দোকানের আড়ালে মদ-গাঁজা বিক্রি করছিলেন স্থানীয় বাসিন্দা প্রাণকৃষ্ণ দাস অধিকারী।
অভিযোগ, নিজেও মদ্যপান করে প্রায়শই রাতবিরেতে পাড়ায় গণ্ডগোল পাকাতেন প্রাণকৃষ্ণ। প্রতিবাদ করায় শনিবার রাতে দুই ছেলেকে নিয়ে প্রাণকৃষ্ণ ওই হোমগার্ডকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন।
বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে, হোমগার্ডকে মৃত ঘোষণা করা হয়। অভিযুক্ত ব্যবসায়ী ও তাঁর দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে, হাওড়ার পাঁচলায় মদ খেয়ে গালিগালাজের প্রতিবাদ করায় আত্মীয়ের হাতেই খুন হলেন শেখ ইজরায়েল।
অভিযোগ, বছর বিয়াল্লিশের শেখ ইজরায়েলের বাড়ির সামনে এসে মত্ত অবস্থায় গালিগালাজ শুরু করে তাঁরই দূর সম্পর্কের আত্মীয় শেখ রফিক। বাড়িতে ১৬দিনের একটি শিশু ঘুমোচ্ছে। রফিককে গালিগালাজ করতে বারণ করে ইজরায়েল।
কাজ না হওয়ায় রফিককে থামাতে বাড়ির বাইরে আসেন তিনি। দু’জনের মধ্যে বচসা শুরু হয়। এরপর রফিক কিছুটা শান্ত হলে তাঁকে নিজেই বাড়ি পৌঁছে দিতে যান ইজরায়েল। কিন্তু, আত্মীয়ই যে আততায়ী হয়ে উঠবে, তা ঘুণাক্ষরেও টের পাননি ইজরায়েল।
অভিযোগ, একটি ছুরি বের করে ইজরায়েলের বুকে ঢুকিয়ে দেয় রফিক। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেয়ে রফিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনার পর হাতেনাতে অফিযুক্ত রফিককে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সুকেশ জৈন জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।
পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের কথা কবুল করেছে শেখ রফিক। জরির কাজ করতেন শেখ ইজরায়েল। স্ত্রী-ছেলেকে নিয়ে ছিল সুখের সংসার। ইজরায়েলের মৃত্যুতে সেই সংসার এখন ছারখার।
এই ঘটনায় অনেকেরই মনে পড়ে যাচ্ছে মেটিয়াবুরুজকাণ্ডের কথা। সাট্টা-জুয়া ও বেআইনি বিদ্যুৎ সংযোগের প্রতিবাদ করায় কুপিয়ে খুন করা হয়েছিল জরি শিল্পী নজরুল ইসলামকে। এবার মদ খেয়ে গালিগালাজের প্রতিবাদ করে খুন হলেন আরেক জরি শিল্পী।
দুই জেলায় দুই প্রতিবাদীর মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Sep 2016 02:59 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -