হাওড়া: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারায় ক্ষুব্ধ হয়ে নবান্ন উড়িয়ে দেওয়ার কথা বলে হুমকি ফোন। জগাছা থানার উনসানি এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় হাওড়া সিটি পুলিশের ১০০ ডায়ালে ফোন করে ওই মহিলা জানান, নবান্নে বোমা রাখা আছে। ফোন পেয়েই তৎপর হয় পুলিশ। যে নম্বর থেকে ফোন এসেছিল সেটি ট্র্যাক করে নিজের বাড়ি থেকেই দেবী ঘোষকে গ্রেফতার করা হয়। জেরায় তিনি পুলিশকে জানিয়েছেন, একটি বিশেষ প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তিনি বেশ কয়েকবার নবান্নে যান। কিন্তু পুলিশকর্মীরা তাঁকে দেখা করতে দেননি। সেই ক্ষোভ থেকেই তিনি হুমকি ফোন করেছেন।
হাওড়া আদালতে পেশ করা হলে বিচারক ধৃতকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। মাত্র দু’দিন আগে সুমন্ত ভৌমিক নামে এক ব্যক্তিও নবান্ন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গ্রেফতার হন।
মুখ্যমন্ত্রীর দেখা মেলেনি, ক্ষুব্ধ হয়ে নবান্ন উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার মহিলা
Web Desk, ABP Ananda
Updated at:
11 Sep 2016 11:07 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -