কলকাতা ও উত্তর দিনাজপুর: পড়া নিয়ে মায়ের বকুনি। অভিমানে বেহালার পর্ণশ্রীতে ছাত্রীর আত্মহত্যা। অন্যদিকে, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে খেলা নিয়ে শাসন করায় আত্মঘাতী ৮ বছরের পড়ুয়া।
১৮ বছরের অণুস্মিতা বাগ ক্লাস টুয়েলভের ছাত্রী। পড়াশোনায় ভালই। কিন্তু, পরিবারের দাবি, মঙ্গলবার সকালে পড়তে না চাওয়ায় তাকে বকাবকি করেন মা। এরপরই অভিমানে, গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।
পর্ণশ্রীর মতো একই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সাহেবঘাটায়। সন্ধের পরেও পুকুরপাড়ে খেলতে থাকায় বন্ধুদের সামনেই ৮ বছরের ছেলে নুর আলমকে বকাবকি করেন মা। পরিবারের দাবি, অভিমানে বাড়ি ফিরেই বারান্দায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তৃতীয় শ্রেণির এই ছাত্র।
কিন্তু, কেন বারবার তুচ্ছ কারণে চরম সিদ্ধান্ত? ভাবা-মায়ের শাসন তো সন্তানের ভালর জন্যই। কিন্তু সামান্য বকুনিতেই কেন শিশু ও কিশোর-মনে বাসা বাঁধছে আত্মহননের প্রবণতা? একের পর এক ঘটনায় উঠছে প্রশ্ন।
মায়ের বকুনির জের, রাজ্যের দুই প্রান্তে ‘আত্মঘাতী’ দুই পড়ুয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2017 10:33 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -