ঝাড়গ্রাম: ডিএম, এসপি-রা কেন সমস্যার সমাধান করতে পারছেন না? ঝাড়গ্রাম জেলা প্রশাসনের কাজ নিয়ে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক বৈঠকে মমতার স্পষ্ট বার্তা, বজায় রাখতে হবে উন্নয়নের ধারা। ।
মঙ্গলবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে আদিবাসী পড়ুয়াদের আধুনিক শিক্ষা দেওয়ার লক্ষ্যে গড়ে ওঠা স্কুল নিয়ে জেলা প্রশাসন ও পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, আদিবাসী স্কুলে নিয়ে সমস্যা মেটাতে এত সময় লাগছে কেন? ডিএম, এসপিরা কেন সমস্যার সমাধান করতে পারছেন না? আগুন লাগলে আগুন নেভাতে হবে। না হলে সব ছাই হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, মানুষই আমার প্রায়োরিটি। মানুষকে অখুশি করে কোনও কাজ করা যাবে না, মর্যাদা দিতে হবে আদিবাসীদের।
নতুন জেলা ঝাড়গ্রামের উন্নয়নের গতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, উন্নয়নের গতি খারাপ বলে আমাদের দ্বিতীয়বার বৈঠক করতে হল। জেলাশাসক আর অর্জুনকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, আরও সক্রিয় হতে হবে। বলেন, কী করছেন আপনি? আরও অ্যাক্টিভ হতে হবে।
ঝাড়গ্রামের জেলাশাসকের ওপর এতটাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, যে নিজের জেলার পাশাপাশি, ঝাড়গ্রামও দেখতে বলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকে। জানিয়ে দেন, আপনার মাথা ওপর মিনা থাকবে।
প্রশাসনের পাশাপাশি এদিনের বৈঠকে দলীয় সাংসদ-বিধায়কদেরও প্রয়োজনীয় নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, সামনেই পঞ্চায়েত ভোট। সেই কথা মাথায় রেখেই জঙ্গলমহলের শান্তি আর উন্নয়নই মমতা বন্দ্যোপাধ্যায়েক পাখির চোখ।