ছট পুজোতেও ছুটি রাজ্য সরকারি কর্মীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Oct 2017 06:18 PM (IST)
কলকাতা: এবার ছট পুজোতেও সরকারি কর্মীদের ছুটি ঘোষণা রাজ্যের। ২৬ অক্টোবর ছট পুজোয় সমস্ত রাজ্য সরকারি দফতরে ছুটি। এই মর্মে বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের। এর আগে ছট পুজোয় আংশিক ছুটি ঘোষণা করা হত। এতে যাঁদের ছট পুজো তাঁরাই ছুটি পেতেন। গত বছর ছটে সব কর্মীরই ছুটি ঘোষণা করেছিল সরকার। সেভাবে এ বছরও ছট পুজোয় ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মীদের।