দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান: কোথাও স্মার্টফোন, কোথাও স্কুটার। দাবি মতো জিনিস কিনে না দেওয়ায় অভিমানে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে ‘আত্মঘাতী’ ২ পড়ুয়া।
স্মার্টফোন কেনা নিয়ে কয়েকদিন ধরেই মা-বাবার সঙ্গে অশান্তি হচ্ছিল সোনারপুরে বাসিন্দা রাহুল সর্দার নামে একাদশ শ্রেণির ছাত্রটির। রবিবার বাড়ি থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। কিন্তু, ঘর থেকে উদ্ধার ছাত্রের ডায়েরিতে আবার মিলেছে এক তরুণীর নাম। হাতে রয়েছে ব্লেড দিয়ে কাটা-র চিহ্ন।
যদিও পরিবারের দাবি, কয়েকদিন ধরেই সে মায়ের কাছে একটি দশ হাজার টাকার স্মার্টফোন কেনার জন্য বায়না ধরে। অভাবের সংসারে একমাত্র রোজগেরে বলতে রং মিস্ত্রি বাবা। তিনি এত টাকা কোথা থেকে দেবেন!
তা-ও ছেলের মন রাখতে মা ছেলেকে বলেন, তুই পাঁচ-ছ’হাজার টাকার ফোন কেন। আমি টাকা দিয়ে দেব। কিন্তু, ছেলের এক গোঁ। দশ হাজার স্মার্টফোনই চাই।
রবিবার সকালে রাহুলের মা-বাবা বাড়ি থেকে বেরোন। সন্ধেয় ফিরে দেখেন, ঘরে ফাঁস দেওয়া অবস্থায় ছেলের দেহ ঝুলছে। তবে রাহুলের ঘর থেকে একটি ডায়েরি মিলেছে, যাতে একটি মেয়ের নাম করে লেখা ‘আই মিস ইউ’। তার হাতে ব্লেড দিয়ে কাটা-র দাগও ছিল।
যা প্রশ্ন উস্কে দিয়েছে, তাহলে কি সম্পর্কের টানাপোড়েনে অবসাদে ভুগছিল রাহুল? ছাত্রের মৃত্যুর কারণ ঘিরে ধন্দে তার পরিবারও। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। সবদিকই খতিয়ে দেখছে তারা।
স্কুটার কিনে না দেওয়ায় ‘আত্মঘাতী’ পূর্ব বর্ধমানের কৃষিখামার এলাকার দ্বাদশ শ্রেণির পড়ুয়া পূজা সরকার। এদিন ঘর থেকে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। পরিবার সূত্রে খবর, কয়েক দিন আগে বাবার কাছে স্কুটার কেনার আব্দার করে মেয়ে।
এই মুহূর্তে কিনে দেওয়ার সামর্থ না থাকায়, টাকা জোগাড়ের জন্য কয়েকদিন সময় চেয়েছিলেন বাবা। পরিবারের দাবি, এরপর হতাশ হয়ে পড়ে পূজা।
আত্মীয়দের দাবি, রবিবার সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে দেয় পূজা। ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। পরে ওই ঘর থেকেই উদ্ধার হয় ছাত্রীর ঝুলন্ত দেহ।
মৃতের বাবা বাসু সরকার বলেন, মেয়ে স্কুটি চেয়েছিল। অনেক দাম, তাই জানুয়ারি মাসে কিনে দেব বলেছিলাম। অভিমানে আত্মঘাতী হয়েছে। মৃতের আত্মীয় রবীন্দ্রনাথ কর বলেন, খুব জেদি ছিল। কিছু বললে সঙ্গে সঙ্গে কিনে দিতে হত। কয়েকদিন আগেই মোবাইল কিনে দেওয়া হয়ছিল।
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। ২দিনে আগে একই ঘটনা ঘটে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। বাবার কাছে বাইক কেনার টাকা না পেয়ে আত্মঘাতী হয় নবম শ্রেণির ছাত্র। ১৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের মারিশদায়, একই কারণে এক যুবক আত্মঘাতী হন বলে দাবি পরিবারের।