বহরমপুর: জাল নোটের জাল! জাল ছড়িয়েছে সীমান্তবর্তী একাধিক জেলায়। মালদার পর মুর্শিদাবাদে আবারও উদ্ধার জাল নোট। গ্রেফতার জাল-চক্রের ৩ পাণ্ডা। ধৃতদের নাম আকবর আলি, আবু তাহের এবং সাত্তার শেখ। সাত্তারের বাড়ি ঝাড়খণ্ডে। বাকি ২ জন মুর্শিদাবাদের সূতির লক্ষ্মীপুরের বাসিন্দা।

মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে খবর, এর আগে জাল নোট পাচারে জড়িত একাধিক ব্যক্তিকে জেরায় ৩ জনের নাম উঠে আসে। প্রত্যেকের গতিবিধির ওপর নজর রাখতে শুরু করে পুলিশ। শনিবার রাত ৮টার সময় ধূলিয়ান বাজার থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কের দিকে যাওয়ার সময় আকবর, আবু ও সাত্তারকে আটক করে পুলিশ। সঙ্গে থাকা ব্যাগে তল্লাশিতে উদ্ধার হয় ২০০টি জাল ৫০০ টাকার নোট।

জাল-চক্রে ফের উঠে এসেছে মালদা কানেকশন। জেলা পুলিশ সূত্রে খবর, মালদার কালিয়াচক থেকে জাল নোট সংগ্রহ করে, পাচারের দায়িত্ব দেওয়া হয় ৩ জনকে। তবে কোথায় জাল নোট পৌঁছনোর কথা ছিল, তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের জেরা করে জাল নোট চক্রের পাণ্ডাদের হদিশ পেতে চাইছে পুলিশ।