বোলপুর: পথে ঘাটে প্রায়ই উত্যক্ত করত ছেলেটা। কিন্তু, পাড়ার ছেলে ভেবে কোনওদিনই বিষয়টিকে সেভাবে পাত্তা দেয়নি নাবালিকা। বলেনি মা-বাবাকেও। পরিণাম হল মারাত্মক! শ্লীলতাহানির শিকার হতে হল মেয়েটিকে। শনিবার বিকেলের এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় বীরভূমের বোলপুরের মুলুক গ্রামে।
নাবালিকার পরিবারের দাবি, বাড়ির কাছে মাঠ থেকে কাটা ধান আনতে গিয়েছিল ১৪ বছরের মেয়েটি। ফেরার সময় তার পথ আটকায়, গ্রামেরই বাসিন্দা শেখ শাবল। অভিযোগ, নাবালিকার শ্লীলতাহানি করে ওই যুবক। সন্ধেয় শাবলের বিরুদ্ধে বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। অভিযুক্ত পলাতক।
বোলপুরে নাবালিকার শ্লীলতাহানি, অভিযুক্ত পরিচিত যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Dec 2017 07:35 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -