নিখোঁজ ২৫ জন মৎস্যজীবীর নৌকা, মন্দারমণি সমুদ্রতীরে ৩টি দেহ উদ্ধার
ABP Ananda, Web Desk | 23 Jul 2018 10:42 AM (IST)
মন্দারমণি: পূর্ব মেদিনীপুরের মন্দারমণি উপকূলবর্তী থানা এলাকা থেকে ৩টি মৃতদেহ উদ্ধার। দীঘার কাছে মৎস্যজীবীদের একটি ভাঙা নৌকা উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল মাছ ধরতে গিয়ে ওড়িশার কীর্তনিয়া থেকে নিখোঁজ হয়ে যান ২৫ জন মৎস্যজীবী। আজ সকালে মন্দারমণি এলাকা থেকে তিনটি মৃতদেহ উদ্ধার হয়। দেহগুলি নিখোঁজ মৎস্যজীবীদের কিনা জানতে ওড়িশা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।