উত্তর ২৪ পরগনা ও মালদা: অব্যাহত জ্বরের প্রকোপ। ২৪ ঘণ্টার ব্যবধানে রাজ্যে ৩ জনের মৃত্যু। বরানগরে জ্বরে মৃত্যু দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীর। মৃতের নাম বিপাশা সাউ। মালদার ইংরেজবাজারে মৃত্যু নবম শ্রেণির স্কুলছাত্রের। মৃতের নাম বিপ্লব পাল। ইংরেজবাজারেই মৃত্যু হয়েছে, কায়েশ আলি নামে এক সিভিক ভলান্টিয়ারেরও।
সোমবার থেকে জ্বরে ভুগছিল বরানগরের ডাক্তারবাগানের বাসিন্দা, ৮ বছরের স্কুলছাত্রী।প্রথমে তাকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার।
মৃত ছাত্রীর মা পিঙ্কি সাউয়ের অভিযোগ, রক্ত পরীক্ষার রিপোর্ট দেয়নি হাসপাতাল। যদিও এনিয়ে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
মালদার ইংরেজবাজারেও জ্বরে মৃত্যু হয়েছে ২ জনের। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল নবম শ্রেণির ছাত্র বিপ্লব পাল। শনিবার রাতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালেই মৃত্যু হয়েছে জ্বরে আক্রান্ত, কায়েশ আলি নামে এক সিভিক ভলান্টিয়ারেরও। যদিও পরিবারের দাবি, ডেঙ্গিতেই মৃত্যু।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গাতেও অব্যাহত জ্বরের প্রকোপ। পরিস্থিতি খতিয়ে দেখতে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কর্মীদের নিয়ে বিডিও অফিসে বৈঠক করেন জেলাশাসক।
নদিয়ার চাকদাতেও জ্বরের আতঙ্ক। সগুনার লিচুতলা এলাকার বাসিন্দাদের দাবি, এলাকায় অনেকেই ডেঙ্গিতে আক্রান্ত। যদিও পরিস্থিতি মোকাবিলায় পঞ্চায়েত কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান।
সবমিলিয়ে বাড়ছে জ্বরের প্রকোপ। ছড়াচ্ছে আতঙ্ক।