বীরভূম: বীরভূমে আক্রান্ত পলিটেকনিক পড়ুয়া! এলোপাথাড়ি কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ! গ্রেফতার কলেজেরই তৃতীয় বর্ষের ৩ ছাত্র!
সিউড়ি থানার পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে সিউড়ির লম্বোদরপুরের একটি মেস থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় অরিজিৎ ঘোষ নামে চতুর্থ বর্ষের ওই পড়ুয়াকে। তাঁর কোমর ও পায়ে ধারাল অস্ত্রের আঘাত ছিল। অভিযোগ, অরিজিতকে খুনের চেষ্টা করেন তৃতীয় বর্ষের ৩ পড়ুয়া!
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার রাতে অরিজিৎকে মেসে আমন্ত্রণ জানান, সুদীপ্ত বিশ্বাস, সৌরভ মালিক ও সুজয় দাস নামে তৃতীয় বর্ষের ৩ পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, মেসে ৪ জন মিলে মাদক সেবন করেন। তাতে আচ্ছন্ন হয়ে পড়েন চতুর্থ বর্ষের অরিজিৎ। অভিযোগ, সুযোগ বুঝে তাঁকে গামছা দিয়ে বেঁধে ফেলেন ৩ ছাত্র। ধারাল অস্ত্র দিয়ে অরিজিতের পায়ে ও কোমরে কোপানো হয়। এরপর সেখান থেকে পালিয়ে যান ৩ জন।
পুলিশ সূত্রে খবর, জ্ঞান ফেরার পর অরিজিৎ কোনওমতে এক বন্ধুকে ফোন করে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ওই মেসে পৌঁছে যান অরিজিতের বেশ কয়েকজন সহপাঠী। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
কিন্তু, কেন তাঁর ওপর হামলা চালাল কলেজেরই ৩ ছাত্র? প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ২০১৪-তে কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর সুদীপ্ত বিশ্বাস, সৌরভ মালিক ও সুজয় দাসকে মারধর করেছিলেন অরিজিৎ। তারই বদলা নিতে অরিজিতের ওপর হামলা চালানো হয়েছে বলে তদন্তকারীদের অনুমান।
শনিবার ৩ পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। প্রত্যেকের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।