দার্জিলিং: পাহাড়ের লড়াই এবার সমতলে। সুকনায় পুলিশ-মোর্চা দফায় দফায় খণ্ডযুদ্ধ। এক মোর্চা সমর্থকের গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ মোর্চার। গুলি চালানোর অভিযোগ অস্বীকার পুলিশের। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, একের পর এক গাড়ি ভাঙচুরও করা হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি চলে। পাল্টা লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ।
সব মিলিয়ে মোর্চা-পুলিশ খণ্ডযুদ্ধে দফায় দফায় রণক্ষেত্র সুকনা।
পাহাড়ের অনির্দিষ্টকালের বন্ধের মধ্যেই শনিবার সুকনা থেকে মিছিলের ডাক দেয় গোর্খা জনমুক্তি মোর্চা।
সেই মতো সকাল ১১টা নাগাদ সুকনা থেকে মিছিল বের করে তারা। দার্জিলিং মোড়ের দিকে এগোনোর চেষ্টা করতেই মিছিল আটকায় পুলিশ। তখনই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।
পুলিশের সঙ্গে মোর্চা সমর্থকদের খণ্ডযুদ্ধ বেধে যায়। এরপরই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় পাথরবৃষ্টি। পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ফাটানো হয় কাঁদানোর গ্যাসের শেল।
মোর্চার দাবি, অজয় ছেত্রী নামে তাদের এক সমর্থক গুলিবিদ্ধ হন। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পাল্টা মোর্চার বিরুদ্ধেও পুলিশের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। কুকরি দিয়ে চাকা ফুটো করে দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রথম দফায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার পর দুপুর ৩টেয় ফের একই জায়গায় জড়ো হন মোর্চা সমর্থকরা। পুলিশকে লক্ষ করে শুরু হয় পাথরবৃষ্টি। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।
সব মিলিয়ে নতুন করে পাহাড় আন্দোলনের আঁচ সমতলে।
সুকনায় মোর্চার সঙ্গে খণ্ডযুদ্ধ পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jul 2017 08:52 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -