নদিয়া: স্কুলের হোম ওয়ার্কে মাত্র একটা অঙ্ক ভুল করেছিল এই ছাত্রী। অভিযোগ, তার জেরেই হাতের এই হাল করেছেন প্রধান শিক্ষক!
ছাত্রীটি নদিয়ার চাকদার একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়াশোনা করে। শুক্রবার দ্বিতীয় পিরিয়ডে অঙ্কের ক্লাস নিতে আসেন প্রধান শিক্ষক।


অভিযোগ, ছাত্রীর হোম ওয়ার্ক ঠিকমতো হওয়ায় মেজাজ হারান প্রধান শিক্ষক। লাঠি দিয়ে সজোরে ছাত্রীর হাতে মারেন তিনি। এখানেই শেষ হয়নি শাসন, ছাত্রী যখন যন্ত্রণায় ছটফট করছিল, তখনও ছাড় মেলেনি। ছাত্রীর অভিযোগ, তৃতীয় পিরিয়ড শেষ হওয়ার আগে তাকে ছুটি দেননি প্রধান শিক্ষক।


বাড়ি ফেরার পর হাতে যন্ত্রণা দ্বিগুণ হয় ছাত্রীর। গোটা ঘটনা পরিজনদের জানায় সে। ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হয় প্রাথমিক চিকিৎসা। এরপর চাকদা থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রীর বাবা।


তবে মারধর নিয়ে আজব সাফাই দিয়েছেন প্রধান শিক্ষক! তাঁর দাবি, মারেন বলেই পরীক্ষায় ভাল ফল হয়। তিনি বলেন, হ্যাঁ মেরেছি। কিন্তু শাসন করি বলেই আমার স্কুলে পরীক্ষার ফল ভাল হয়। কিন্তু শাসনের জন্য থানায় অভিযোগ হবে ভাবিনি।