মালদা: ফের মালদায় উদ্ধার জাল নোট। এনআইএ-এর জালে ২ যুবক। গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বৃহস্পতিবার ২ যুবককে আটক করেন। তল্লাশি চালিয়ে তাদের কাছে থেকে উদ্ধার হয় চার লক্ষ ৬২ হাজার টাকার জাল নোট। সবই ২ হাজার টাকার নোট।
ধৃত ২ যুবককে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এনআইএ। ধৃত সন্তোষ মণ্ডল এবং পিণ্টু মণ্ডল, ২ জনেই মালদার কালিয়াচকের বাসিন্দা।
এর আগে ৩১ ডিসেম্বর, মালদার বৈষ্ণবনগর থেকে ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। ২০১৭ সালে জাল নোট জাল পাচারের অভিযোগে মালদায় ৩৪টি মামলা হয়। গ্রেফতার করা হয় শতাধিক জনকে। উদ্ধার হয় কয়েক কোটি টাকার জাল নোট।
নতুন বছর শুরু হতে না হতেই ফের সেই মালদা থেকে উদ্ধার জাল নোট। গ্রেফতার ২ পাচারকারী।