কলকাতা: সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। আর সন্ধেয় মরশুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী রইল কলকাতা থেকে জেলা। শনিবার সন্ধে নামতেই কলকাতায় শুরু হয় ঝড়-বৃষ্টি। প্রবল ঝড়বৃষ্টি হয় একাধিক জেলাতেও। রবিবারও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার দুপুর থেকেই উত্তর দিনাজপুর জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামে। রায়গঞ্জের নারায়ণপুরে বাজ পড়ে মৃত্যু হয় ৪ জনের। কালবৈশাখীর দাপট ছিল হাওড়াতেও। শনিবার সন্ধে সাতটা নাগাদ উলুবেড়িয়া, বাগনান, উদয়নারায়ণ, পাচলা-সহ একাধিক জায়গায় মুষলধারে বৃষ্টি নামে। হাওড়া শহর এলাকাতেও বৃষ্টি হয়। তবে রেল চলাচলে কোনও প্রভাব পড়েনি। বিকেল থেকে বাঁকুড়াতেও মুষলধারে বৃষ্টি হয়। গোটা পুরুলিয়া জুড়ে কোথাও বিক্ষিপ্ত, আবার কোথাও মুষলধারে বৃষ্টি হয়। অনেক জায়গায় শিলাবৃষ্টিও হয়।
রায়গঞ্জে বাজ পড়ে নিহত ৪, রবিবারও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
Web Desk, ABP Ananda
Updated at:
22 Apr 2017 10:32 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -