পূর্ব বর্ধমান: পাঁচ মাস আগে ধর্ষণের অভিযোগ। পুজোর কেনাকাটা করতে বেরিয়ে অভিযুক্তকে ধরিয়ে দিলেন ৪ মাসের অন্তঃসত্ত্বা মূক ও বধির তরুণী। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের কাটোয়া। ধৃতের নাম নাড়ুগোপাল অধিকারী।
তরুণীর পরিবারের দাবি, পূর্ব পরিচয়ের সুবাদে বাড়িতে আসা-যাওয়া ছিল নাড়ুগোপালের। ৫ মাস আগে কাটোয়ার মাধাইতলার বাড়িতে বছর ২২-এর ওই তরুণীকে নিয়ে যান তিনি। অভিযোগ, সেখানেই তরুণীকে ধর্ষণ করা হয়। পরিবার সূত্রে খবর, তরুণী ফিরে এসে ঘটনার কথা জানানোর চেষ্টা করলেও কেউ বুঝতে পারেননি। গত সপ্তাহে সব জানা যায়, ডাক্তারের কাছে নিয়ে গেলে।
অভিযোগকারিণীর বাবা বলেন, মেয়ের পেট বড় হয়েছিল। মোটা হয়ে যাচ্ছিল। ডাক্তারের কাছে গেলে জানা যায় সে অন্তঃসত্ত্বা। শনিবার সকালে মায়ের সঙ্গে তরুণী পুজোর বাজার করতে যান কাছারি রোডে। দোকানে ঢুকে সেলম্যানকে দেখিয়ে দেয়। বাড়ির লোকেরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গ্রেফতার করে। যদিও ধৃতের পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে নাড়ুগোপালকে। ধৃতকে ১৪ দিলেন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পুজোর বাজারে বেরিয়ে ‘ধর্ষককে’ চিনে ফেলে ধরিয়ে দিলেন অন্তঃসত্ত্বা মূক ও বধির তরুণী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Sep 2017 09:45 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -