উত্তর ২৪ পরগনা: টিটাগড়ের পর এবার দমদম। ফের আলুতে বিষাক্ত রং মেশানোর অভিযোগ।
রবিবার সকালে উত্তর ২৪ পরগনার দমদমের গোরাবাজারে হানা দেয় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। সঙ্গে ছিল দমদম থানার পুলিশও। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে সাড়ে তিনশো কেজিরও বেশি রং মেশানো আলু উদ্ধার করা হয়েছে। জ্যোতি আলুতে মেশানো হয়েছে লাল রং এবং চন্দ্রমুখীকে হলুদ রং।
গ্রেফতার করা হয়েছে গুদামের ম্যানেজার তোতন গোস্বামীকে। যদিও তাঁর দাবি, গুদামে রং করা হয় না। রং করে আসে। গুদাম মালিক রাম আলি সাউয়ের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সপ্তাহখানেক আগেই, টিটাগড়ের তালপুকুর বাজারে অভিযান চালিয়েছিল পুলিশ। আলু রং করে বিক্রির অভিযোগে ৪ বিক্রেতাকে গ্রেফতারও করা হয়। এবার একই ঘটনা দমদমে।
পুলিশ সূত্রে খবর, পুজোর আগে জেলার বিভিন্ন বাজারে আলু সবজির পাশাপাশি রং করা মাছ ধরার অভিযান চলবে।
দমদমের গুদামে হানা দিয়ে রং করা আলু উদ্ধার পুলিশের, গ্রেফতার ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Sep 2017 09:20 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -