দার্জিলিং: ফের বিস্ফোরণে কাঁপল পাহাড়! ১৫ দিনে ৬ বার! আবারও টার্গেট সেই পুলিশ!
দার্জিলিং, কালিম্পং, সুখিয়াপোখরি, পেশকের পর ফের দার্জিলিঙে আইইডি বিস্ফোরণ! এবার ঘটনাস্থল ছ’মাইল। শনিবার ভোররাতে দার্জিলিঙের রংলি-রংলিয়ত থানা এলাকার ছ’মাইলে, পুলিশের এই আউট পোস্টে বিস্ফোরণ ঘটানো হয়।
দার্জিলিঙের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, এটা আইইডি বিস্ফোরণ! ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে স্প্লিন্টার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গোটা ঘটনাই পূর্ব পরিকল্পিত। শক্তিশালী আইইডি দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। লোহার রড কেটে স্প্লিন্টার তৈরি করা হয়। ৪-৫ জন মিলে বিস্ফোরণ ঘটিয়েছে বলে অনুমান।
ঘটনায় ইউএপিএ-তে মামলা রুজু করেছে পুলিশ। ৩ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। এরই মধ্যে ৩০ জুলাই পাহাড়ে গণ্ডগোলের ঘটনায় আলিপুরদুয়ারের জয়গাঁ থেকে মোর্চা নেতা রোহিত থাপাকে গ্রেফতার করেছে পুলিশ।