কুলটি: সন্দেহের বশে ফের গণধোলাই! চোর সন্দেহে চার মহিলাকে বেধড়ক মার। ফের প্রকাশ্যে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা। ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের কুলটির নিয়ামতপুরের ডেডি গ্রাম।


স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে গ্রামের বিভিন্ন ঘর থেকে ছাগল চুরির ঘটনা ঘটছিল। চুরি ঠেকাতে গ্রামে পাহারার ব্যবস্থা করেন তাঁরা। গ্রামবাসীদের দাবি, বৃহস্পতিবার সকালে তাঁরা দেখেন, একটি অটোয় বসে রয়েছেন চার মহিলা। তাঁদের একজনের কোলের উপর রয়েছে একটি ছাগল। এরপরই চোর সন্দেহে তাদের পাকড়াও করা হয়। শুরু হয় বেধড়ক মারধর।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, গ্রামবাসীদের লিখিত অভিযোগের ভিত্তিতে অটোচালক ও চার মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

কিন্তু পুলিশের খবর না দিয়ে কেন আইন হাতে তুলে নিলেন গ্রামবাসীরা? কেন পুলিশ তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিল না? উঠছে প্রশ্ন।