উত্তরপাড়া: রবিবার সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট। তার জন্য প্রস্তুতিও চলছিল জোরকদমে। কিন্তু হঠাৎ ছন্দপতন! বেলঘরিয়াকাণ্ডের পুনরাবৃত্তি হুগলির কোন্নগরে। রহস্যজনকভাবে নিখোঁজ এক নিট পরীক্ষার্থী।

পুলিশ সূত্রে খবর, নিখোঁজ ছাত্রের নাম অভীক মণ্ডল। কোন্নগরে একটি সরকারি আবাসনে থাকেন। অভীকের বাবা সুভাষ মণ্ডল কলকাতা পুলিশে কনস্টেবল পদে কর্মরত। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেবেলা সাইবার ক্যাফে থেকে অ্যাডমিট কার্ড আনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন অভীক। কিন্তু এরপর তিনি আর বাড়ি ফেরেননি। মোবাইল ফোন বাড়িতে রেখে যাওয়ায় যোগাযোগ করাও যায়নি। ওই দিন গভীর রাতে কোন্নগরের বারো মন্দির ঘাট থেকে উদ্ধার হয় তাঁর সাইকেল। এরপরই থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।

উত্তরপাড়া থানা সূত্রে খবর, ওই ছাত্রের মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। যেসব বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। বিভিন্ন থানাকেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে।

এর আগে গত ১ তারিখ বেলঘরিয়ার বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান নিট পরীক্ষার্থী রক্ষিত মিত্তল। ১৭০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদের বেলডাঙায় উদ্ধার হয় স্কুটার ও হেলমেট। দানা বাঁধে রহস্য। শেষমেশ, দু’দিন পর নিজেই ফিরে আসেন তিনি। পরিবার সূত্রে খবর, পরীক্ষার প্রস্তুতি ভাল না হওয়ার কারণেই ওই ছাত্র বাড়ি থেকে চলে গিয়েছিলেন।

এবার কোন্নগর। কোথায় গেলেন অভীক? চিন্তায় পরিবার।