কোচবিহার: মাধ্যমিকে কোচবিহারের ৫ দৃষ্টিহীন পড়ুয়ার দুর্দান্ত ফল। প্রথম বিভাগেই উত্তীর্ণ মিশনারি ব্লাইন্ড স্কুলের ৩ ছাত্র ও ২ ছাত্রী। ৫ জনেরই স্বপ্ন ভবিষ্যতে শিক্ষক হওয়ার।
জন্ম থেকেই ওদের চোখে দৃষ্টি নেই!!! তবে ছোটবেলা থেকে চোখে দেখতে না পেলেও, স্বপ্ন দেখেছিল ওরা। বড় হওয়ার স্বপ্ন!! পড়াশোনা করে ভাল রেজাল্ট করার। তাই জীবনের প্রথম বড় পরীক্ষায় সাফল্যের সঙ্গেই উত্তীর্ণ হতে পেরে যারপরনাই খুশি কোচবিহার মিশনারি ব্লাইন্ড স্কুলের পাঁচ পড়ুয়া।
এদের প্রাপ্ত নম্বর, শাহজাহান মণ্ডল - ৫৯৭, ভজনচন্দ্র দে - ৫২৪, স্বপন রায় - ৪৪৭, আয়েশা খাতুন - ৪৩৬ ও তিলোত্তমা বাড়ুই - ৪২৭।
৫ জনই কোচবিহারের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। ছোটবেলা থেকে এই মিশনারি স্কুলে থেকেই পড়াশোনা। মাধ্যমিকে ভাল রেজাল্টের পর সবার ইচ্ছা শিক্ষক হওয়া।
রবিবার এই ৫ পড়ুয়াকে সংবর্ধনা দেয় কোচবিহার মিশনারি স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় সাংসদ পার্থপ্রতিম রায়। পড়ুয়াদের এই সাফল্যে খুশি, স্কুলের প্রধান শিক্ষক। ৫ পড়ুয়ার এই ফল বাকিদেরও উদ্বুদ্ধ করবে বলে আশা তাঁর।
মাধ্যমিক শেষ। এবার লক্ষ্য উচ্চমাধ্যমিক। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাহজাহান-তিলোত্তমারা।