বাঁকুড়া ও পুরুলিয়া:  বাঁকুড়ার বিষ্ণুপুরে ৬০ নম্বর জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। লরিতে আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু চারজনের। গতকাল রাত ২টো নাগাদ বিষ্ণুপুরে মড়ার গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, অ্যাসবেস্টস বোঝাই একটি লরি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে, বাঁকুড়া থেকে চন্দ্রকোণা যাচ্ছিল পাথর বোঝাই লরিটি। মুখোমুখি সংঘর্ষের পর দুটি লরিতেই আগুন লেগে যায়। রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয় দুই খালাসির। কেবিন থেকে উদ্ধার হয় দুই চালকের অগ্নিদগ্ধ মৃতদেহ। ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে।

বাঁকুড়ার বিষ্ণুপুরের পাশাপাশি, পুরুলিয়ার রঘুনাথপুরে পথ দুর্ঘটনা। লরি-গাড়ির সংঘর্ষে একই পরিবারের এক মহিলা সহ ২ জনের মৃত্যু। আহত ৪। ভোর ৪টে নাগাদ পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে জামশেদপুর থেকে আসানসোল যাচ্ছিলেন একই পরিবারের চারজন। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চালক সহ সকলে আহত হন। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে এক মহিলা সহ ২ জনকে মৃত ঘোষণা করা হয়।