হুগলি: হুগলির গোঘাটে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। প্রতিবাদে আরামবাগ- মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ বিজেপির। মৃতের নাম গণেশ রায়। পরিবারের দাবি, গতকাল বিকেলে খানাটি গ্রামের বাড়ি থেকে বেরোনোর পর রাতে বাড়ি ফেরেননি বছর পঞ্চান্নর ওই বিজেপি কর্মী। আজ সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে, গোঘাট স্টেশনের কাছে গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, লোকসভা ভোটের আগে থেকেই তৃণমূল প্রাণনাশের হুমকি দিতে শুরু করে। তার জেরেই খুন বলে অভিযোগ। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, গণেশ রায়কে খুন করা হয়েছে। তিনি তৃণমূলের বিরুদ্ধে হিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন।দিলীপ জানিয়েছেন, ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাবে বিজেপি।
হুগলির গোঘাটে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, স্টেশনের কাছে গাছে উদ্ধার ঝুলন্ত দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Sep 2020 09:50 AM (IST)
হুগলির গোঘাটে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। প্রতিবাদে আরামবাগ- মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ বিজেপির।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -